Sbs Bangla -

মেলবোর্নে নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তনদের বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠিত

Informações:

Synopsis

মেলবোর্নে গত ২ আগস্ট ২০২৫, শনিবার অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তনদের বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ‘এন-এস-ইউ অ্যালামনাই সয়ারে ২০২৫’ অনুষ্ঠিত হওয়ার আগে এন-এস-ইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া-র কো-ফাউন্ডার সাদিয়া হক কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে। তার সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন সিডনিতে এসবিএস বাংলার স্থানীয় প্রদায়ক, দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশী অস্ট্রেলিয়ান, মুনাসিব হামিদ।