Sbs Bangla -

ভিসিই পাঠ্যক্রমে 'বাংলা টিকিয়ে রাখতে' বাংলাভাষী কমিউনিটিকে এগিয়ে আসার আহবান

Informações:

Synopsis

২০১৭ সাল থেকে যখন ভিসিইতে ইয়ার ১১ এবং ১২ শিক্ষার্থীদের জন্য বাংলা চালু করা হয়েছিল তখন বাংলাভাষী কমিউনিটির অনেকেই আশাবাদী হয়ে উঠেছিলেন। তাদের প্রত্যাশা ছিল নতুন প্রজন্ম বাংলা ভাষা শিখবে তাদের পাঠ্যক্রমের অংশ হিসেবে। কিন্তু দিন দিন ভিসিইতে বাংলা ভাষাকে বিষয় হিসেবে নেয়ার আগ্রহ কমছে।